এই গভীররাতের ঘুমন্ত পৃথিবীতে
বিনিদ্র জেগে থাকে কতো না বিরহী নয়ন,
নিগূঢ় নৈঃশব্দ্যে কান পেতে শোনে
বেদনার্ত ঝরাপাতার বিষাদী মৌন ক্রন্দন।
নিকষ আঁধারে নগ্ন জানালায় বসে
জোনাকির আলো খোঁজে,
নিঃসঙ্গতার দীর্ঘ দহনের গনগনে তাপে
অশ্রুত চোখ দু’টো বুঁজে।
কতো না নিশি পথ চেয়ে কাটে
পথভোলা পথিকের ফিরে আসার আশ্বাসে,
অমাবস্যাতেও যেমনি করে আকাশ প্রদীপ হয়ে
জ্বলজ্বল করে ওই ধ্রুবতারাটি হাসে।