অন্তরাত্মার আর্তনাদ কি শুনতে পাও?
হৃদয় দিয়ে শোনো!
ভালোবাসার মানুষকে ‘ভালোবাসি ‘
বলতে না পারার আর্তনাদ।
রজনী ভোরে প্রিয় মানুষের
উত্তাপ না পাওয়ার আর্তনাদ।
স্বার্থ লোভীদের ‘জঘন্য’
বলতে না পারার আর্তনাদ।
কৃতঘ্নদের সাথে দিন যাপনের
ভদ্রতা দেখাতে বাধ্য হওয়ার আর্তনাদ।
সমাজের ঘুনে ধরা সিস্টেমে পিষ্ট হওয়ার
শিকল ভাঙতে না পারার আর্তনাদ।
বিশ্বাস করে ঠকে যাওয়ার
মানুষকে বিশ্বাস করতে না পারার আর্তনাদ!
আসছে শীতে স্তব্ধ আগ্নেয়গিরির জ্বালামুখ খুলব
ঐ পাহাড়ের চূড়ায়
সেদিন কি তুমি আর্তনাদ শুনতে আসবে?