ঈদ নিয়ে আসুক
ফুটপাতে থাকা খোকা খুকুর আনন্দ,
নতুন জামা পরে, ভালো খাবার খেয়ে
কাটুক কিছুটা সময় তাদের স্বচ্ছন্দ।

ঈদ নিয়ে আসুক
অনাহারীর মুখে তৃপ্তির হাসি,
যাদের দুবেলা দুমুঠো খাওয়া জোটে না
দিনের পর দিন থাকে উপবাসী।

ঈদ নিয়ে আসুক
ছেঁড়া শাড়ি পরা মায়ের জন্য নতুন শাড়ি
বোনের লাল ফিতা, চুড়ি,ভাইয়ের পাঞ্জাবি
অপেক্ষায় থাকা বাবা কখন আসবে বাড়ি।

ঈদ নিয়ে আসুক
দিনমজুর, রিকশা চালকের ঘরে খুশি,
পোলাও, কোরমা, সেমাই খাওয়া
ঘুরে বেড়ানোর আনন্দ রাশি রাশি।

ঈদ নিয়ে আসুক
ধনীর ভালোবাসা গরীবের প্রতি,
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি
দুর্নীতি, ভেজাল নয়, সর্বত্র থাকুক নিয়ম নীতি।

ঈদ নিয়ে আসুক
মানুষের মাঝে সম্প্রীতি, মানবতা,
হানাহানি, হিংস্রতা, বিভেদ ভুলে
ছড়িয়ে দিক খুশির বারতা।