তোমাকে একবার পেলে
আকাশে ঠিক দেব তুলে।
তুমি কি ঘুড়ি হবে
বিমান নাকি তবে?
নিমিষে উড়ে উড়ে যাবে
তোমাকে কেবা আটকাবে?
তুমি তো চমকাবে
দু-দুটো ডানা পাবে
পায়রা হবে নাকি
অন্য কোনো পাখি
পলকে সাঁই সাঁই ছুটে
মেঘও হতে পারো জুটে।
তোমাকে একবার পেলে
আকাশে ঠিক দেব তুলে।
আমি তো হাওয়া জেনে রেখো
আমার যাওয়া আসা দেখো
চলি তো পিনপিন
কখনো বাধাহীন
সীমানা পার হয়ে উড়ি
স্বপ্ন ফেরি করে ঘুরি।
তোমাকে একবার পেলে
আকাশে ঠিক দেব তুলে।