বছর ঘুরে বছর শেষে বছর আবার এলো,
এই ভাবেই চলতে চলতে শতাব্দী পার হলো।
নীল আকাশের নতুন সূর্য জানান দিয়ে যায়,
এসে গেছি আমি হবো পরিতৃপ্ত নিজ গরিমায়।

ভোরের শিশির মাখা শীতের ছোঁয়ায় নব বর্ষ,
আপ্যায়নে রসে-ডুবু-পিঠা, এ সমাচার নিজস্ব।
বাংলার আবহে শীতকাল ঘিরে ইংরেজি সনের আবির্ভাব,
স্কুলগামীরা আনন্দে উচ্ছ্বল, নতুন বই- খাতার সাথে ভাব।

নতুন পোশাকে নতুন ব্যাগের সাথে নতুন জুতার স্বাদ,
দেয়ালে ঝুলছে নতুনদিন-পঞ্জিকা হলো বনভোজনের সাধ।
দিন যায় দিন আসে রাত যায় রাত শেষে ভোর
এই ভাবে শেষ হয়ে যায় এক সময়ের নতুন বছর।।