আবার এসেছে শীত, মনে পড়ে, আমরা য়ুরোপে?
শঁজেলিজে থেকে ঘুরি প্যারিসের ওপেন মার্কেটে।
আজ তুমি দূরে থাকো প্রতীক্ষায়, গ্রিক পেনেলোপে,
আমি য়ুলিসিস, ফুরায় না পথ তবু যাই হেঁটে।

অহর্নিশ লোকে মন্ত্রপাঠ করে পেশিপ্রবলতায়,
আমার নির্ভর একাই আমি, নেই টেলেমাকাস।
তুমিও অনড় অন্তর-শক্তিতে শুভ্র ঈথাকায়,
নব ল্যাবিরিন্থ গড়ে দেবো তোমায় আমি ডেডেলাস।

জেনো, করি না তো ভয় তোমার ঐ স্পার্টার রাজাকে,
গুপ্ত তীব্র তীরে রেখেছি মাখিয়ে ধন্বন্তরী বিষ।
মেনে নিতে রাজি আইসেরিয়াসের কঠিন সাজাকে,
অশ্বপৃষ্ঠে চেপে তুমি বলো, ‘চলো’, করে ফিসফিস।
না হয় তোমার মা এ্যাস্টেরোডিয়া কাঁদবে ডেকে-ডেকে,
জানবে য়ুলিসিস এসেছিল ফিরে মৃতপুরী থেকে!