আজ কবিতা দিবস
আমি সেটা জানি না
নির্দিষ্ট কোন দিন ক্ষণ কবিতার
একদম আমি মানি না।
আমার কাছে কবিতা দিবস
রোজ প্রতিদিন হয়
কলমের আঁচড়ে সত্য তুলিতে
করি না কভুও ভয়।
প্রেমের আবেশে ভাবনার অতলে
ছন্দ খুঁজে চলি
কবিতার সাথে নীরবে নিভৃতে
মনের না বলা কথা বলি।
মনের কোণে মেঘ হয়ে জমা
দুঃখ থাকে কবিতায়
আষ্ঠেপৃষ্ঠে লেপ্টে থাকা স্মৃতি গুলো
কবিতার ছন্দে ভেসে যায়।
ভাবুক মনের ভাবনা গুলো
মিলেমিশে একাকার
কবি মনের সুখময় স্মৃতি
হয় না তো ছারখার।
নিষ্পাপ মন, সদা ছুটে যায়
কবিতার অন্বেষণে
লাভ ক্ষতির হিসেব না কষে
লিখে চলি আপন মনে।
কখনো সাদা বক,
কখনো বা কালো কোকিল,
কবিতায় কখনো উঠে আসে
সমুদ্র পাড়ের গাঙচিল।
কবি-রা আসলে মনের আয়নায়
কবিতার সুর তোলে
মনের ক্যানভাসে অকপটে কবিতা
আনমনে হেলেদুলে।
সুনসান নীরবতার ক্ষণে
কবিতা জমে ওঠে
রাত্রি নিশিতে ঘূর্ণিপাকে
কবিতা মায়ার তটে।
মায়ার বাঁধনে বেঁধে রাখে কবিতা
রাত্রি কাটে নির্ঘুম
বাহিরে বরিষণ নেশা তোলে মনে
অবিরাম রুমঝুম।
প্রেমের আবেগে মাতাল মন
উষ্ণতা খুঁজে কবিতায়
পুলকিত মন শিহরিত হয়
শব্দের মূর্ছনায়।
ভাবলেশহীন উদাসী মনে
কবিতার বুলি ফোটে
কবিমন কভুও দিন ক্ষণ বোঝে না
কবিতার সন্ধানে ছোটে।
কবিতায় কখনো কামিনী রায়
কখনো আবার মাধবীলতা
কতো কতো বার নিজেকে সাজাই
নাটোরের সেই বনলতা।
ধ*র্ষিতা সেজে মনের ঈর্ষায়
জ্বলেপুড়ে কখনো মরি
কলম হাতে বারবার তবুও
নিজেকে মেলে ধরি।
সমাজের বুকে লুকানো হাহাকার
কবি মন খুঁজে চলে
শব্দের সাথে বোবা কান্নায়
কবি-রা কথা বলে।
বিরহ গাঁথা তীব্র অনুভূতি
কবিতায় পায় ব্যপ্তি
প্রকাশ পাওয়া ক্রন্দন ধ্বনিতে
কবি মনে বহু তৃপ্তি।
শব্দের সাথে শব্দ আলিঙ্গনে
কবি খুঁজে পায় সুখ
কবিতা দিবসে কবিতা লিখিলে
দূর হবে সব দুখ।
কবিমানসে বারবার ভাসে
অতীতের সব স্মৃতি
তাইতো কবিতার বুলিতে কখনও
ফুটে ওঠে নানান গীতি।
হারানো দিনের প্রেমময় কথা
কবিতায় দোল খায়
কখনো সুরে কখনো বেসুরে
কবিতায় প্রকাশ পায়।