কান কথায় দিই না মাথা
বিবেক আমার সজাগ,
নিজের কাজে নিজেই ধন্য
পৃথিবী হোক অবাক।
কেউ কয় বাম কানে
কেউবা আবার ডানে,
কথার বিষ ছড়ায় অসুখ
জীবনের কী মানে!!
যে বা যারা কান কথা ছড়ায়
ভাঙ্গায় মনের বিশ্বাস,
সামনে তাদের দিন কেমন যাবে
পাবে কী কোনো আশ্বাস।
কান কথায় দিই না মাথা
বিবেক আমার সজাগ,
নিজের কাজে নিজেই ধন্য
পৃথিবী হোক অবাক।
কেউ কয় বাম কানে
কেউবা আবার ডানে,
কথার বিষ ছড়ায় অসুখ
জীবনের কী মানে!!
যে বা যারা কান কথা ছড়ায়
ভাঙ্গায় মনের বিশ্বাস,
সামনে তাদের দিন কেমন যাবে
পাবে কী কোনো আশ্বাস।