চৈত্র রাতের প্রহর শেষে
বৈশাখের হাত ধরে,
নতুন বছর দাঁড়ায় এসে
বাংলার ঘরে ঘরে।

নববর্ষে বাংলার রূপ
বৈশাখ রঙে সাজে,
খুশি ভরা সুখের সুবাস
ছড়ায় সবার মাঝে।

নতুন কাপড় পরে সবাই
এদিক ওদিক ঘুরে,
বুকে গাঁথে নতুন শপথ
স্বপ্ন দুচোখ জুড়ে।

পূণ্য গন্ধে দারুণ ছন্দে
নেচে ওঠে রাঙা প্রাণ,
নতুন দিনের নতুন সুরে
বেজে ওঠে নুতন গান।

অতীত গ্লানি ভ্রান্তি ভুলে
নতুন চেতনা জাগে,
কষ্ট দুঃখ ঢেকে রাখে
শান্তি সুখের রাগে।

সম্প্রীতির এই উৎসবে
মাতে ঘরে ঘরে
মমতা আর মঙ্গল পরশ
জড়ায় পরস্পরে।