শীতের হিমেল হাওয়া গায়ে মেখে
নিঃসঙ্গতাকে সঙ্গী করে
নির্জন রাস্তায় হেঁটে চলছি গন্তব্যহীনভাবে,
স্বপ্নগুলো অন্যরকম এক অনুভূতি জানান দিচ্ছে
কেন এত শূন্যতায় ডুবেছে মনের অলিগলি?
আমি তো বলিনি তোমাকে
নীলকন্ঠ পাখি হয়ে সমস্ত বিষ গিলে নেব
আমিও দেখতে চাই তোমার ক্ষমতার চুড়ান্ত ব্যবহার ।

মিথ্যা মায়াজাল পেতেছিলে
আমাকে আপন করে নিতে,
যদি টের পেতাম তোমার মনের চোরাগলির ভন্ডামি
তবে কষ্টের তীব্র দহনে ঘুচিয়ে দিতাম তোমার নষ্টামি!
কথার ফুলঝুরিতে বন্দী করেছিলে আমার স্বপ্নসিঁড়ি
পালানোর পথ পাবে না যদি হিসেব কষতে বসি।

ঘৃণা নয়, করুণা জমা রেখেছি মনের বাক্সে
যদি কখনো সুযোগ হয় এসো তবে
সিক্ত হয়ে যেও করুণাসিক্ত সাগরের বুকে
তোমার নির্লজ্জ মিথ্যা অপবাদের অবসাদে।
সত্য সুন্দরের চর্চা করো অন্তরের মাঝে
নিজেকে খুঁজে পাবে অপার সুখে।

কুয়াশাভেজা ধূসর অন্ধকার কাটিয়ে
উঁকি দিচ্ছে লাল সূর্যের রঙিন আলো,
রাস্তার দু’পাশে সবুজ গালিচা আড়মোড়া ভেঙে
জেগে ওঠেছে লাল সূর্যরশ্মির রাঙা আলো মেখে।
মনের আঁধার কেটে পুবের আকাশে
রক্তিম আভা উৎফুল্লতার জানান দিচ্ছে
ছড়িয়ে পড়েছে চারিদিকে ঝলমলে আলোকরেখা।
হয়তো এমনি করে এগিয়ে যেতে হয়
মিথ্যা মায়া জাল ছিন্ন করে
জীবনের যতো দুঃখের মহাকাব্যের
অগ্রন্থিত কবিতার সাথে।