মেঘেরা আসে যায়
ইচ্ছের দোটানায়
শ্রাবণী পূর্ণিমার
পোয়াতি চাঁদের গায়।
যেদিকে তাকাই
চারদিকে এক অপরূপ মায়া
অপলক দৃষ্টিতে দেখি
জোছনার অপূর্ব মায়াবী ছায়া।
আলোর ঝর্ণাধারা
পৃথিবীর বুকে চুইয়ে পড়ছে
শ্রাবণ ধারায় যৌবনাপ্রকৃতি যেন
জোছনার সাথে চুম্বন করছে।
বৃষ্টির নেশা ভরা
এমন শ্রাবণী পূর্ণিমা-রাতে
এখনো চাতক- চাতকীকে
খোঁজে মায়াবী চাঁদের সাথে।