মেঘ কখনো কালো আবার মেঘ কখনো সাদা
মেঘ কখনো থির থাকে না, থাকে না মেঘ বাঁধা।
মেঘ কখনো হাঁসের মতো নীল দিঘিতে ভাসে
মেঘ কখনো কাশের মতো শুভ্র কাচে হাসে।
ঘুরে বেড়ায় হাওয়ার ভেলায়, খেলায় ওঠে মেতে-
বৃষ্টি হয়ে নামতে থাকে মাটির আদর পেতে।
বৃষ্টি যখন আকাশ থেকে টাপুর টুপুর ঝরে
আমি তখন ছোট্টটি হই-স্মৃতির রেলে চড়ে।
পাঠশালারই আটচালাতে বন্ধুদেরই ভিড়ে
মাঠের কোনায় ঘাট বানিয়ে নৌকা ছাড়ি ধীরে।
নাওয়া-খাওয়ার পালা বন্ধ, বাড়ির সঙ্গে আড়ি
কে শোনে আর মায়ের বারণ আপুর খবরদারি?
হুকুমজারি করেন বাবা, খবরটা দেন দাদা-
আমরা তখন নায়ের মাঝি। গায়ের সাথে কাদা-
মাখামাখি ঝাঁকাঝাঁকি আঁকাআঁকি-এই তো!
বৃষ্টি মানে আনন্দ ঢেউ খুশির সীমা নেই তো।