শরতের বিকেল সাদা মেঘবালিকা আকাশ জুড়ে
দখিনা হাওয়া বইছে কাশফুল দুলে উঠছে
নতুন স্বপ্নে বিভোর মনের রঙিন ক্যানভাস,
তোমার সাথে কাটানো সময় মনে করে
নস্টালজিয়ায় হারাচ্ছি বার বার ।
জানো, ইচ্ছেরা মাঝে মাঝে ব্যাকুল হয়ে যায়
মেঘের সীমানা পার করে অসীমতায় হারায়।

জানি বড্ড বেহিসেবি আলাপন চলে
তবুও যেন আমি জীবন খুঁজে পাই তোমাতে।
কি এক অদ্ভুত টান অনুভব করি
মন ফিরে যায় ফেলে আসা সময়ের সন্ধিক্ষণে ।
তুমিও কি ভাবছ আমার মতো করে?
হয়তো না, আমিই শুধু ভাবনার অতলে ডুবে আছি
ভরা পূর্ণিমার চাঁদের আলোয় তোমাকে খুঁজে ফিরছি ।

কথায় কথায় কত রাত করেছি পার মুগ্ধতার পরশে
ভোরের প্রথম আলোয় হারিয়ে গেছি স্নিগ্ধ আবেশে।
স্বপ্নগুলো অন্যরকম এক অনুভূতির জন্ম দিয়েছে
জীবনকে ইচ্ছেপূরণের রঙে রাঙিয়েছে।
যতবার হোঁচট খেয়েছি না পাওয়ার হিসেব মেলাতে
ততবার আমাকে সামলে রেখেছ গভীর বিশ্বাসে।
এরই নাম কি তবে ভালোবাসা?
কি জানি, তবে ভাবতেই যেন মন কেমন করে
অস্থিরতা আর ভাঙ্গা রোদ্দুর হাতে হাত ধরে চলে ।
হঠাৎ বৃষ্টির টুপটাপ শব্দে মায়া ছড়িয়ে পড়ে
অবারিত সুখে মনের ময়ূর নাচে পেখমে তুলে।
তুমি যেন সব আগলে রেখেছ গভীর প্রণয়ে
কেবলি চিন্তাহীন আমি স্বপ্নালু ভাবনার ভুবনে ।

এসো ফিরে তবে অপেক্ষার অবসানে
ঘুড়ির সুতোয় গাঁথা থাকুক তোমার আমার স্বপ্নগুলো
নাটাই হাতে সঁপে দিই আকাশের সীমানা প্রাচীরে।
পাওয়া না পাওয়ার সব দায় একান্তই হোক আমাদের
সূর্য ওঠার নতুন ভোর ঠিকানা হোক জীবনের।
নিখাদ ভালোবাসার রাঙা ধূলার পরে
স্বপ্ন আর বাস্তবের বন্ধনে বাঁচি দুজনে ।