আরবিতে হিজরি সন
ইংরেজিতে নিউ ইয়ার
বাংলায় নববর্ষ ছাড়া
বলবো বলো কী আর!
উৎসবে আনন্দ হলে
সবাই খুশি হয়
নববর্ষে চাই না প্রাণে
বাঁধা ভীতি ভয়।
যে যার মতো নেচে গেয়ে
সুখি হতে পারো
কেউ হাসলে তার সঙ্গে
সঙ্গী হবে আরো।
হাসতে হাসতে গাইতে বাড়ে
সৌহার্দ উৎকর্ষ
প্রাণটা খুলে বলি চল
শুভ নববর্ষ।