সুখ সুখ করে কতই রব
সুখের আড়ালে দুঃখ সব।

সুখের নামের দোহাই দিয়ে
দ্বন্দ্ব করি অহং নিয়ে।

দামী গাড়ি অট্টালিকায়
হতো যদি সুখ সবার
তবে কেন বিত্তবানের
সবথেকেও এতো হাহাকার?

কোথায় সুখ? কে’বা জানে?
ছুটছি তবু সুখের আশায়
লোক দেখানো যাত্রাপালায়
সুখী হয়ে সুখ পাওয়া যায়?

মানুষ তবে মূর্খ বটে,
মরীচিকায় দৌড়ে ছুটে
মরণ ফাঁদের মিথ্যে আশায়
বিবেক পুড়ে যায় যে টুটে।

সুখ! সেতো অনিত্য মায়া
কার সাধ্য দেয় সুখের ছায়া?

পৃথিবীর এই রঙ্গশালায়
সুখের নাটক সবাই করে
মানবতায় সুখ খুঁজে পায়
মিথ্যে মুখোশ খুললে পরে।