শেকড় চলে গেছে নিচে
নেমে গেছে বহু স্তর
খোঁজ পেতে বড় দুস্কর
কে আপন কেবা পর।

তুমি আমি একে অন্যে
মিশে গেছি পরম্পরায়
সৃষ্টির শুরু থেকে আজও
মিলেমিশে এ ধরায়।

রক্তে মিশেছে বহু রক্ত
রক্ত ধারণ কলে
কি করে চিহ্ন হবে মানব
কে আছে কার দলে!

নিশ্বাস বায়ু মিশেছে বাতাসে
শরীরের কত ঘ্রাণ
করা কি সহজ পৃথক তাদের
কার কি অবদান!

ছু্ৎ অচ্ছুৎ মন্দ ভালো
আছে যার যত ধী,
বাহ্য চোখে যায় নাতো বোঝা
কার আছে কত কী!

একআকাশ তলে রয়েছি সবাই
হয়েছে সবারই ঠাঁই
নিয়েছে প্রকৃতি জড়ায়ে বুকে
মায়া আর মমতায়।

তবুও মানুষ করে ব্যবধান
রাজনীতির ছক এঁকে
ধর্মনীতির দোহাই তুলে
সব দিচ্ছে ঢেকে।

বোধগুলো তাই নির্বোধ হল
নিশ্বাসে বয় বিষ,
ভালবাসাগুলো রয় অধরা
নেই প্রীতি আর আশিস।

সবার বাড়ি, আড়াল, আড়ি
মন দোর নেই খোলা
দিনগুলো সব পাল্টে যাচ্ছে
স্তব্ধ হচ্ছে বলা।