তুমি কি বুঝতে পার?
আমি জড়িয়ে গেছি তোমার সাথে।
তুমি কি জানো?
স্বপ্নে বিভোর করো আমায় প্রতি নিশিতে।
তেপান্তরের বিস্তৃত সবুজ ঘাসের বুকে
শিশিরের আলিঙ্গনে মাখামাখি হই দুজনে,
মিশে একাকার হই অসীম আকাশে
গল্পে গানে ভালোবাসাতে।
তোমার জন্য আমি উদাসী পথিক হয়ে
পথ চেয়ে বসে থাকি আনমনে
কবে তুমি আসবে নাম ধরে ডাকবে
আমি রাঙা হবো লাজে।
তুমি কি অনুভব করো?
প্রতি ক্ষণে হারাই তোমার স্পর্শে
কেমন পাগল করা অনুভূতিতে।
তুমি ফোটাও ফুল রাশি রাশি নব আনন্দে
স্বপ্নতরী ভাসিয়ে দিয়ে ফুলেল শয্যাতে।
আনন্দধ্বনিতে মুখরিত আজ আমার ভূবনখানি
সব অন্ধকার ফুঁড়ে জোছনা আলোর হাতছানি
তোমার সাথে গেঁথেছি জীবনের যত গান
তুমি দিয়েছ সুর ছন্দ তাল।
মনকে সুধাই বারে বারে
কেমন করে এত আপন হলে?
হয়তো কোনো জন্মে খুব কাছের ছিলে,
আজ আমার বসবাস তোমার স্বপ্নময় নীড়ে।