আমরা তখন হাঁটতে যেতাম,
বিকেল ভরা শীতে।
দূরে কোথাও বাজতো বেহাগ
রবীন্দ্র সংগীতে।

ইচ্ছে হতো মৃদুল সুরের,
মূর্ছনাটা ধরে,
বুকের কোথাও লেপ্টে রাখি,
পরাগ রেনু করে,
হারিয়ে গেলো স্বর্ণ সকাল,
হারিয়ে গেল মায়া,
রইলো কেবল স্মৃতির ধুলো,
মহোৎসাহের ছায়া।