বাড়ি সাহিত্য কবিতা স্মৃতি / আমিনা বেগম রেবা কবিতাচট্টগ্রামদেশনারীসাহিত্য স্মৃতি / আমিনা বেগম রেবা আমিনা বেগম রেবা প্রকাশিত : বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ 147 আমরা তখন হাঁটতে যেতাম, বিকেল ভরা শীতে। দূরে কোথাও বাজতো বেহাগ রবীন্দ্র সংগীতে। ইচ্ছে হতো মৃদুল সুরের, মূর্ছনাটা ধরে, বুকের কোথাও লেপ্টে রাখি, পরাগ রেনু করে, হারিয়ে গেলো স্বর্ণ সকাল, হারিয়ে গেল মায়া, রইলো কেবল স্মৃতির ধুলো, মহোৎসাহের ছায়া। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো আজিজ রাহমান, ইসমাইল জসীম ও কানিজ ফাতেমার কিশোর কবিতা / আহমেদ মাওলা শিশির / বাসুদেব খাস্তগীর অবচেতন মনে / লিপি বড়ুয়া