একটি নিকষ কালো সুর কাটা রাত
নির্ঘুম চাঁদ নীরব আঁধারে হায়
দূরে নির্জনে অচেনা পাখির ডাক
ঘুমে অচেতন নগরী ক্লান্তি ছেয়ে
সেই রাস্তায় পথ কুকুরের নাদ
হঠাৎ বিকট শব্দে কেঁপেছে নীড়।

একটি নিকষ কালো সুর কাটা রাত
পিতা ঘুমিয়েছে পেতেছে বিছানা ঘরে
তুমি প্রাণবায়ু তুলে দিলে যেন হাতে
নরপশু ওরা ওঠে উল্লাসে মেতে
স্তব্ধ করেছে বাঙলার মাঠ-ঘাট
আমরা হেরেছি একটি রাতের কাছে।

একটি নিকষ কালো সুর কাটা রাত
চশমাটি ছিল সিঁড়ির শেষের ধাপে
তুমি বাঙলার অতন্দ্র সেনা ছিলে
তেরটি বছর গরাদের ঐ পাশে
কাটিয়েছো বিনা ওজরে জনতা তরে
অন্ধকারের বুক চিরে ওরা নীল
নকশায় এগিয়েছিলো সে রাতে
আমরা হেরেছি একটি রাতের কাছে
একটি নিকষ কালো সুর কাটা রাত।।