অস্পষ্ট ছায়াপথ ধরে এগিয়ে যাচ্ছি
গন্তব্য কোথায়? জানা নেই,
শেষটায় কী আছে -জানার অদম্য নেশা
জয় করব এইটুকু আশা।
ভাবনাগুলো সবসময় যে পূর্ণতা পাবে
তেমনটা তো নয়।
কালো হাতের নিপুণ কৌশলের তীঁর ছোঁড়ার
মতো অজস্র মানুষ চারিদিকে।
নিজের জন্য নিজেকে তৈরি করতে হবে
সকল নিন্দার বীজ সমূলে উপড়ে ফেলে,
সাহসী হবে অসততা সততা নেতিয়ে পড়লে
ভালোর আলোতে রাঙিয়ে নিতে না পারলে
জায়গা করে নেবে মন্দ রথের মেলা।
যার মনে বিদ্বেষ জাগরিত
সে কি করে প্রশংসার বুলি আওড়াবে?
এই তো চলছে সময়ের সাথে।
অনেকের বড় কষ্ট
কারো সুনাম সুখ্যাতি মেনে নিতে।
তবু এগিয়ে যেতে হবে সম্মুখে
বীর দর্পে সব বাধা পেরিয়ে
অটল বিশ্বাসে।
ঝরে পড়ব না মুখ থুবড়ে
জয় ছিনিয়ে আনতে হবে
নিন্দাকে বুড়ো আঙুল দেখিয়ে।