আবার কবে ভোর হবে
ঠিক ভোর হবার মত
পাখির কিচির মিচির ডাকে
ঘুম ভাঙ্গবে ঠিক আগের মত।
আবার কবে ছেলেমেয়ের দল
বই হাতে যাবে স্কুলে,
বল নিয়ে যাবে মাঠে,
ছুটে বেড়াবে বিকালে।
চায়ের দোকান, বাজার হাট
মানুষের শব্দে হবে গমগম
বাসের হরণ, বিমানের আওয়াজ
কিম্বা রেলগাড়ির ঝমঝম।
আবার কবে সবাই এক হবে
মেলায়, মসজিদ বা মন্দিরে
আবার কবে জমবে সভা
রাজনীতির করিডোরে?
আবার কবে দেখা হবে
পরিচিতের সভায়
আবার কবে কাক ডাকা ভোরে
এক হয়ে যাব সবাই?
আবার কবে ভোর হবে
ঠিক ভোর হবার মত
আবার কবে আমরা হবো
ঠিক আগেরই মত?