কোন্ কবিতায় লিখেছেন কবি
ভালোবাসা নির্মিত হবে
শুধু মতের মিলে? আছে কি
কোন উপন্যাসে, অথবা নাটকের পাতায়?
ঠিক এমনটা নয়,
মতের অমিল হয় যদি, তবু
মনের খানিকটা মিল নিয়ে
জমানো ভালোবাসায়, হেসে খেলে
হৃদয় বসত করে, অন্যের হৃদয়ে,
কত দিন, এমন কী গোটা একটা জীবন!
মতের অমিল, তাতে কী এমন?
মিল খুঁজে লাভ নেই অযথা,
ছকে ফেলে ভালোবাসা
কিছুতেই মেলানো যায় না কখনো।
অমিল থেকেও, অকপটে
বছরের পর বছর
পথ চলার নাম কী তবে ভালোবাসা?
অদ্ভূত চঞ্চলতা আর রহস্য ভরা
জীবনের এক অনন্য সমীকরণ।
ভালোবাসা যদি হয় হোক
প্রতিদিন খুনসুটি,
অকারণ অভিমান ,
আবেগী মধুর বিরোধ ।
অমিলে থেকে, দুজনে দুজনায় ডুবে
একসাথে সুখের স্বপ্ন দেখার
অবারিত নিবিড় আলাপ।
আবার যদি হয়,
ভালোবাসা – শুধু নির্ভরতা,
বিশ্বস্ত একটা হাত।
তারপর মনের মিলের কিনারা ধরে
স্বপ্নের পথে হাত ধরে হাঁটা ,
অমিলের ঘোলাটে কুয়াশায় সুপ্ত
মিলের উষ্ণ সবুজ সংলাপ।