নিবিড় স্পর্শের মতো মনে হয় জেগে আছো অনন্ত সকাল
গভীর তৃষ্ণার মতো হাহাকার করে সমস্ত আলিঙ্গন
আমার বোধ ও মস্তিষ্কে ছায়া ফেলে তোমার নিষ্পাপ মুখ।
আরো নিমগ্ন হও
আরো জাগ্রত হও
আরো বিলীন হও
পুকুরে ফোটা শাপলার মতো আমিও তোমাকে দেখবো
অধীর বাসনায়!
আমার শরীর ও মন
উত্যুঙ্গ মেঘের মতো– তোমাকে চায়
হয়তো সকাল, হয়তো দুপুর, হয়তো বা সন্ধ্যায়।