আমি নীলার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছি
অন্য দিনের থেকে সে আজ বড্ড বেশি সুন্দর,
হয়তো নীল শাড়ির সাথে সাদা বেলি খোঁপায় জড়িয়েছে তাই।
কপালের গাঢ় নীল টিপে মুখটা ভারী মায়াময়
ভাবছি তন্ময় হয়ে আর মনে মনে বলছি,
নীলপরি তুমি আমার সবটুকু দখল করে আছ,
সে কথা কি তুমি জানো?
আমি তোমার হাসিতে রাঙা ভোর দেখি
তোমার মায়ায় অমাবস্যার ঘোর অন্ধকারেও
ভরা পূর্ণিমার ফুটফুটে আলো খুঁজি।
জানি এ আমার ভারী অন্যায়।
কী করি বলো, তুমিই তো আমায় এতটা উন্মাদনায় ডুবিয়ে রাখো।
কাশফুলের সাদামাটা সৌন্দর্যেও তোমার কালোকেশের দোলা দেখি,
অপরূপ হয়ে কাশের সাথে মিশে যাও আহ্লাদী মনে
ঝরা শিউলির মাতাল ঘ্রাণে মাতোয়ারা তুমি।
আমি কেবল বাঁশির সুরে সুর মেলাতে চাই তোমার পথচলার রিনিঝিনি ছন্দে।
গোলাপের কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত হতে পারি জেনেও গোলাপে মুগ্ধ হই
কারণ গোলাপ ভালোবাসার মূর্ত প্রতীক।
স্বচ্ছ নীল আকাশে যখন সাদা মেঘের আনাগোনা দেখি
তখন তোমায় নিয়ে কাব্য লিখি নীলাম্বরী।
তোমারি জন্য এই আয়োজন যেন মেঘেদের
সাদা নীলে মাখামাখি।
তুমি আমায় নিয়ে কতটা ভাবো?
তোমার আকাশে কি আমার নামের নক্ষত্র দেখো?
আমার আকাশ জুড়ে তুমি পুরোটা চাঁদমায়া
ডুবি, ভাসি, হাওয়ায় মিশি তোমাতেই হারা
আলোর পথে তুমিই আমার নিঃশব্দ ছায়া।।