প্রতি ভোরে সূর্য ওঠে
প্রতি পূর্ণিমায় চাঁদ ফোটে
চাঁদের জোছনায় আমি অবগাহন করি
চাঁদকে ছুঁতে ইচ্ছা করে ছুঁতে পারিনা
ভোরের সূর্যে হাত বাড়াই
হাত পুড়ে আসে
তুমিও যখন আমাতে তাকাও
তখনও খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করে
ইচ্ছে করে তোমার আঙ্গুল ছুঁয়ে দিগন্তে হারাই
রাতের কুয়াশা কিংবা ভোরের শিউলী
আমাকে ছুঁয়ে ছুয়ে যায়
আমারও অবাধ্য মন শুধু তোমাকেই চায়
ইচ্ছেগুলো আমার হাহাকার করে
ইচ্ছে করে ইচ্ছাগুলো দৃশ্যলোকে ওড়াই
শুকনো পাতা মাড়ানোর মতোই কষ্ট মাড়িয়ে যাই
আমার ইচ্ছেগুলো ইচ্ছে মতো পেলোনা তো ঠাঁই
আমি হারাই
শুধুই হারাই
হাত বাড়াই
অপলোক তাকাই
নিঝুম রাতে চাঁদের দেশে কিংবা আঁধারে মায়াবী বেশে
তোমার চোখই দেখতে পাই