ঝির ঝিরিয়ে বৃষ্টি আসে পাতার ফাঁকে ফাঁকে
গা ভিজিয়ে কাঁপছে ধনেশ দূরের নদীর বাঁকে।

নৌকো একা দুলছে ভারী হাওয়ার তালে তালে
টুপ টুপ টুপ ঝরছে বারি, ঝরছে নায়ের পালে।

গোমড়ামুখো মাছরাঙা আজ যাইনি পুকুর ঘাট
অভিমানে ভিজলো টিয়ে ভিজলো সবুজ মাঠ।

জলের খেলায় খোকন সোনা জলকেলিতে মন
কার্নিশেতে গা ঝাড়িয়ে চড়ুই ভিজলো অনুক্ষণ।

বাঁশপাতারা স্নান সেরেছে লাজুক ধারার জলে
টাপুরটুপুর বৃষ্টি আবীর মাখে লজ্জাবতী গালে।