বদল হলো আবহাওয়ার, শীত নেই তাই শীতে
তুমিই আমার মন রাঙালে শীতের বিপরীতে।
ডাগর চোখে সাগর করে মুক্ত বসবাস
ঢেউ খেলে যায় ঝর্না-হাওয়ায় শরীরী উদ্ভাস।
আগল ভাঙা পাগল হাওয়া উতলা সংগীতে
আমি তো চাই তোমার কাছে আমার এ মন দিতে।
বদল হলো আবহাওয়ার, শীত নেই তাই শীতে
তুমিই আমার মন রাঙালে শীতের বিপরীতে।
ডাগর চোখে সাগর করে মুক্ত বসবাস
ঢেউ খেলে যায় ঝর্না-হাওয়ায় শরীরী উদ্ভাস।
আগল ভাঙা পাগল হাওয়া উতলা সংগীতে
আমি তো চাই তোমার কাছে আমার এ মন দিতে।