বাড়ি সাহিত্য কবিতা উতলা সংগীত / রাশেদ রউফ কবিতাচট্টগ্রামদেশশিরোনামসাহিত্য উতলা সংগীত / রাশেদ রউফ রাশেদ রউফ প্রকাশিত : বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ ৮:০৫ পূর্বাহ্ণ 492 বদল হলো আবহাওয়ার, শীত নেই তাই শীতে তুমিই আমার মন রাঙালে শীতের বিপরীতে। ডাগর চোখে সাগর করে মুক্ত বসবাস ঢেউ খেলে যায় ঝর্না-হাওয়ায় শরীরী উদ্ভাস। আগল ভাঙা পাগল হাওয়া উতলা সংগীতে আমি তো চাই তোমার কাছে আমার এ মন দিতে। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো আজিজ রাহমান, ইসমাইল জসীম ও কানিজ ফাতেমার কিশোর কবিতা / আহমেদ মাওলা শিশির / বাসুদেব খাস্তগীর অবচেতন মনে / লিপি বড়ুয়া