তোমায় নিয়ে কোনো এক সন্ধ্যায়
এক কাপ কফি খাওয়াই যায়
ভর সন্ধ্যায় আকাশের তারা গোনা আর
তোমার সাথে এলোমেলো কথার
উপচে পড়া ঝুড়ি
সমস্ত না পাওয়া গুলো
হিসাব করে আর কি হবে বলো?
সময় তো চলে গেল
স্রোতস্বীনি হয়ে
তাকে নিয়ে ভেবে আর লাভ কি!
এই বেশ ভালো হলো, বলো।।
কৃষ্ণচূড়ার চিরল পাতার ফাঁকে
চাঁদটাও দেয় উঁকি
ঘন নীলের আকাশটাতে আজ
কালোমেঘের হালকা আঁকিবুঁকি
কফির কাপে সন্ধ্যে গেল
শুকতারা ওই উঠে
পুব আকাশটা রাঙিয়ে
দিয়ে ফুলেরা সব ফুটে
স্বপ্নগুলো স্বপ্নই থাক
বাস্তবতা শূন্য
আকাশ কুসুম কল্পনাতে
জীবনটা হোক পূর্ণ।