ত্রিশ রোজার পরেই ঈদ
খুশি সীমাহীন
নিশু কিনলো লাল জামা, সে
পরবে ঈদের দিন ।
জামার সাথে মিলিয়ে নিশু
কিনলো কানের দুল
দুই বেনীতে পরবে নিশু
লাল গোলাপ ফুল ।
লাল চুড়ি ও কিনবে নিশু
খুশি রিনিঝিনি
বাবার গালে লক্ষ চুমু
সব দিতে হয় কিনি ।
ছোট্ট নিশুর আদর বেশি
বরফ গলা জল
ঈদ আনন্দে নিশুর ভূবন
খুশি কোলাহল ।