চারপাশে কোনো মানুষ দেখি না আর
সব যেন মূক ও বধির, মগজহীন করোটি সবার
আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত মানবতা,
যেন মৃত আত্মার ভাগাড়।
এরচেয়ে পোষা প্রাণী ঢের দেখি,
দেখি বিহঙ্গ, সরীসৃপ, দেখি পাহাড়, বৃক্ষরাজি,
অকূল সমুদ্র, লোনা জলরাশি।
দেখি পথ-ঘাট, উঠোন, ময়দান,দেখি মোটরযান,
দূরন্ত সাইকেল, অবহেলিত প্রাণ
এতো কিছু দেখি তবুও মানুষ দেখি না আর।
সব যেন আচার বিহীন দেহসর্বস্ব
বিবেকহীন হৃদয়, একতাল মাংসপিণ্ড।
নেই মান, নেই হুঁশ
কামের তাড়নায় হয়েছে বেহুঁশ।
আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত আজ নিষ্পাপ শিশু ভ্রুণ,
অনাহারে কাটে দিন ক্ষুধার্ত শিশুর।
মানুষ হলে তো হতো না খুন, ধর্ষণ, রাহাজানি
ধর্মের নামে অহেতুক বিভেদ, হতো না হানাহানি।
দ্বারে দ্বারে আজ ভুলুন্ঠিত নীতি আর মানবতা
বিবেকের দুয়ার বন্ধ সবার বাড়ছে অরাজকতা
মানুষ যদি শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত
জাগ্ৰত হোক বিবেক সবার খুলুক হৃদয়ের দ্বার।