কিছু পেলাম না বলে আস্ফালন করে মানুষ
আস্ফালন দুঃসময় নিয়ে
অথচ মানুষেরই কর্মফল জন্মদেয়
সুসময় এবং দুঃসময়ের।
বিপদে শক্তিশালী হয়ে ওঠা মানুষ
গা ছাড়া দেয় বিপদ কেটে গেলে।
সেই সুযোগে ফের অলক্ষ্যে বেড়ে ওঠে আগাছা !
রাজ্যলোভী রাজাদের গল্প চাপা পড়ে যায়
টিকে থাকার লড়াইয়ে জিতে যাওয়া
হর্ম্য রমণীদের গল্পের আড়ালে।
কিছু পেলাম না বলে আস্ফালন করে মানুষ
আস্ফালন বর্তমান নিয়ে,
অথচ বর্তমান বলে সত্যি কিছু নেই!
সময়কে ছুঁয়ে ছুঁয়ে আমাদের প্রতিটি ন্যানোসেকেন্ড অতীতের গল্প রচনা করে
মানুষ বর্তমানকে স্পর্শ করে আসলে
অতীতেই বাঁচে ।