আমাকে সেই বৃত্তাকার
ছায়াটুকু দাও, হে বৃক্ষ
আমি তার নিচে বসি
তীব্র দাহে মাটি ফাটে
চটচট শব্দে ছাতি ফাটে
উত্তাপে পোড়ে দুটিচোখ।
এ কী অনির্বচনীয় বেদনার
অকূলান কবল!
যদি ফিরে আসো
এই জনমের কসম
বাড়িয়ে দেবো ঠোঁট
দেবো নাসপাতি বন
মেঘনার কূল দেবো
যখন-তখন ভেসে উঠো
তুমি জীয়ন সাঁতারে।
শুভসন্দেশ নিয়ে আসো
ওগো চতুর্দিকের বায়ু
গান গেয়ে সে আসে
রাহস্যিক প্রিয় হাসি চোখে
এইবার কাকতাড়ুয়ার
কালো হাত থেকে
মুক্তি হলো দাহিত জনম।