পশ্চিম আকাশে সূর্যটা থালার মতো ঠায় দাঁড়িয়ে
চারদিকে রক্তিম আভা ছড়িয়ে,
বলে যায় আসছি, নতুন ভোরের আলো নিয়ে
পুব আকাশে যখন সূর্য ওঠে পৃথিবী হয় ঝলমলে।
নতুন আশা নতুন স্বপ্ন উঁকি দেয় মনে
যখন দিনের আলো যায় নিভে,
পৃথিবী ডুবে রাতের অন্ধকারে
তখন কেবল অনন্ত অপেক্ষা স্মৃতি হাতড়ে।
একটি দিনের শেষ জানান দেয় নতুন ভোরে
ফেলে আসা সময় থেকে যায় অতীত হয়ে,
জীবনের বোধে নাড়া দেয় স্বপ্নগুলো ওড়ে
ঠিকানা খুঁজে পাই নতুনের আহ্বানে ।
পুস্প পল্লবে কৃষ্ণচূড়া পলাশের রঙে
পাতায় পাতায় ডালে ডালে
পাখিদের কোলাহলে।
বেলীর সুবাসিত সকাল দোলা দেয় মনে
নব উদ্যমে নব আনন্দে অসীম আকাশে
উড়ে যায় গাঙচিল ঠিকানা বিহীন গন্তব্যের দিকে ।
চেয়ে দেখি অপলক নয়নে শূন্য দৃষ্টিতে
যদি পাখি হয়ে এমন করে আকাশের মেঘ ছুঁয়ে
উড়ে যেতে পারতাম নিসর্গের মাঝে ।
কতকাল হয় না ফেরা মেঘের রাজ্যে
ভেজা হয় না বৃষ্টির দিনে
নূপুরের কাঁপন তোলা ছন্দে
হারিয়ে যাই বৃষ্টি পায়ে পায়ে ।
হয় না দুফোঁটা বৃষ্টিজল ছুঁয়ে দেখা
মুখে ঝাপটা দেয়া জলের ধারায়
শান্তির পরশে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস নেওয়া।
দিনের আলো নিভে গেলে শেষ হয় পথচলা
শুরু হয় আবার নতুন ভোরের সাথে নতুন গল্পবলা।