পুকুরের জলে নিজের ছবি দেখে দেখে
তমা ভাবছে, কী অদ্ভুত সম্পর্ক প্রকৃতির সাথে মানুষের!
চেতনের সাথে অচেতনের, একেবারে রহস্যময়!
প্রকৃতির আচরণ নিরপেক্ষ
ফুলের গন্ধ, পাখির গান সবাইকে মুগ্ধ করে।
ধার্মিক অধার্মিক ভালো মন্দ বিচার করে
অদৃশ্য ঈশ্বর কিছুই সৃষ্টি করেনি।

শান্ত ধীর পায়ে হেঁটে শানবাঁধনো ঘাটে
বসে তমা আনমনে বিড়বিড় করে চলছে।
সূর্যের আলো ঝলমল করা রৌদ্রস্নান
হিম শীতল কুয়াশায় ঝরা শিউলির ঘ্রাণ
কিংবা ঝুম বৃষ্টির কদম ফোঁটার ক্ষণ
অন্য এক মায়ায় জড়িয়ে নেয় মন।

তবু কেন এত দ্বিধা চারপাশে?
কেন হাসিমুখে দুঃখ মিশে,
প্রকৃতি তো শেখায় উদার হতে সমস্তটা
উজার করে বিলিয়ে দিয়ে সুখস্বপ্নে বিভোর হতে।
সুনীল আকাশ নীল সাগর সবুজ অরণ্য
সবই তো প্রকৃতির অসামান্য দান
পরিপূর্ণতায় ভরিয়ে দেয় জীবন।
পাওয়া না পাওয়ার হিসেব নাইবা করি
মানুষ হই মনুষ্যত্বের বোধ জাগ্রত করি।।