কাশের মায়ায় তোমার ছায়া!
হিমের ডাক, কুমারের হাঁক
প্রতিমার মুখ, বুক ধুক পুক!
পুরোনো দিনের বাংলা গান,
তোমার জন্য কাঁদে প্রাণ!

ভাসান গেলো দুগ্গা দেবী
তার সাথে যায় আর সবই-
আসছে বছর আবার হয়
কেবল ফাঁকি আমার রয়!

তবুও শরৎ সাদা-নীলে
তবুও শরৎ মেঘ-রোদ্দুরে
তবুও শরৎ খেয়াল গায়
তবুও শরৎ হাসি-কান্নায়!

আবার যদি পেতাম ফিরে!
মিথ্যে আশার আকিঞ্চনে
একটুখানি হৃদয় পোড়ে
আবার সাজি কাশের সনে।

এমনি করেই শরৎ আসে
মন পবনের পাল ভাসে
বৈরি যতই বয় না সময়
প্রেম শরতে কাব্যময়!