ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে তেলের বাজারে। গতকাল বুধবার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মূলত এরপরই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে কমপক্ষে ৪.৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৬৫.৬৫ মার্কিন ডলারে। এছাড়া বিশ্ববাজারে স্বর্ণের দামও বেড়ে চলেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। খবর বাংলানিউজের।
এদিকে এ ঘটনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। জাপানের বেঞ্চমার্ক নিকির শেয়ার সূচকের পতন ঘটেছে ২২৫ পয়েন্ট যা শতকরা ২.৫ ভাগেরও বেশি। পশ্চিমা দেশগুলোতেও একই অবস্থা।