দোল লেগেছে বনে বনে
রং লেগেছে মনে,
বৈশাখ এলো প্রাণে প্রাণে
মঙ্গল শোভার সনে।
হাজার রকম রঙিলা সুর
বাজে বাঁশের বাঁশি,
পায়ে পায়ে পা মিলেছে
অনন্দে সুখ হাসি!
ঘরে ঘরে উৎসব করো
সকল বাংলার প্রাণ,
আমরা সবাই একই মাটির
একই মাটির ঘ্রাণ!
দোল লেগেছে বনে বনে
রং লেগেছে মনে,
বৈশাখ এলো প্রাণে প্রাণে
মঙ্গল শোভার সনে।
হাজার রকম রঙিলা সুর
বাজে বাঁশের বাঁশি,
পায়ে পায়ে পা মিলেছে
অনন্দে সুখ হাসি!
ঘরে ঘরে উৎসব করো
সকল বাংলার প্রাণ,
আমরা সবাই একই মাটির
একই মাটির ঘ্রাণ!