বাড়ি সাহিত্য কবিতা বৈশাখ এলো / কাসেম আলী রানা কবিতাচট্টগ্রামদেশশিশু সাহিত্যসাহিত্য বৈশাখ এলো / কাসেম আলী রানা কাসেম আলী রানা প্রকাশিত : বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ 233 দোল লেগেছে বনে বনে রং লেগেছে মনে, বৈশাখ এলো প্রাণে প্রাণে মঙ্গল শোভার সনে। হাজার রকম রঙিলা সুর বাজে বাঁশের বাঁশি, পায়ে পায়ে পা মিলেছে অনন্দে সুখ হাসি! ঘরে ঘরে উৎসব করো সকল বাংলার প্রাণ, আমরা সবাই একই মাটির একই মাটির ঘ্রাণ! সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো আজিজ রাহমান, ইসমাইল জসীম ও কানিজ ফাতেমার কিশোর কবিতা / আহমেদ মাওলা শিশির / বাসুদেব খাস্তগীর অবচেতন মনে / লিপি বড়ুয়া