তুমি যখন রবিনহুডের মতো
অকাতরে বিলাচ্ছো সব কিছু
আমি তোমার দান বাক্সের
সামান্য আধুলি।
আধুলি খানা গড়াতে গড়াতে
কবিতা হলো, অদ্ভুতভাবে!
হঠাৎ ভূমিকম্প হলো
কী আশ্চর্য! সব থমকে গেলো

কেবল কবিতারা থমকে থাকেনা
গড়াতে থাকে
একসময় থেকে আরেক সময়ে
কোনো কম্পন কবিতা কে
থামাতে পারেনা!