তুমুল ঝড়ের রাতে বিদ্যুৎ স্পৃষ্টতায়
আমি আমার মৃত্যু চাই
হে জরাজীর্ণ আদিম আর্য পুত্র
স্পৃশ্যতার পরম ক্ষমতায় হাতটি বাড়াও
এসো তৃষ্ণার জল, এক চুমুক চুম্বন
শুষ্ক অধীর মৃত প্রায় কন্ঠনালীতে এসো
এসো অকৃত্রিম বাহু হীন বৃক্ষ
এসো সুগন্ধি ছাতিম
এসো ঘৃণা, এসো অস্পৃশ্য গন্দম
নিষিদ্ধ আলিঙ্গে পান করি মৃত্যু সুধা।
কিলবিলে কীটদের সকল ঔৎসুক্য
যত্নে এড়িয়ে মাটি ফুঁড়ে দাঁড়িয়ে আছি
দাঁড়িয়ে আছি মাথা পেতে
বজ্রপাত নেবো বলে
মৃত্যুর পূর্ব ক্ষণে এসো ঝড়
আর একটি বার এসো
এসো তোলপাড় আজন্ম ক্ষুধা
এসো শেষ বার, অনুতাপ হীন পাপ
পাতায় পাতায় জ্বলে উঠি দাবানল