সবার ভেতর কষ্ট থাকে, সবার ভেতর দুঃখ
কেউ হয়তো শান্ত-সুবোধ, কেউ হয়তো রুক্ষ।

দুঃখগুলো সুখ খুঁজে পায়, যখন রাঙাও মনকে
খুশির বাক্সে জমা রাখি ভালো লাগার ক্ষণকে।

তোমার জন্যে হন্যে আমি, সকাল-বিকাল-রাত্রি
দূর যাত্রায় নিমিষে হই স্বপ্নলোকের যাত্রী।

তবুও তুমি ভুলই বোঝো, আমার কী পথ, খোঁজো না
আমার কষ্ট সবাই বোঝে, তুমিই কেবল বোঝো না।