ভাবি, মনে মনে, শব্দ গাঁথি
অষ্টপ্রহর মস্তিষ্কের স্নায়ুকোষে।
কাগজে-কলমে হয়ে ওঠে না ইদানীং
শব্দের চাষাবাদের সঞ্চয়।
জাগি প্রথম – প্রহর থেকে মধ্যরাত্রি
শব্দেরাও করে লুকোচুরি লুকোচুরি।
প্রত্যুষের সূর্য লগনে ভুগি আত্নঘ্লাসায়
হায়! আজ রাত্রিও গেলো ফুরিয়ে।
আর নয় ফাঁকি – পাপবোধ
আজ থেকেই শুরু করি পাপবিমোচন।
শব্দের চাষাবাদ সঞ্চয় করি
মস্তিষ্কের স্নায়ুকোষ দিয়ে সরাসরি কাগজ-কলমে।