সবচাইতে সুন্দর রাতে সমুদ্রের গর্জন, জলের স্পর্শ
তবে ভয় কিসের?
যদি তলিয়ে যাই!

সবচাইতে সুন্দর নদীর বয়ে চলা
তবে ভয় কিসের?
যদি স্রোতে মিলিয়ে যাই!

সবচাইতে সুন্দর নীল আকাশ
তবে ভয় কিসের?
যদি ঠাঁই হারাই!

সবচাইতে সুন্দর যত্নে রাখা না বলা প্রেম
তবে ভয় কিসের?
যদি মরীচিকা হয়!

সবচাইতে সুন্দর ওই মুখের হাসি
তবে ভয় কিসের?
যদি চোখের জল হই!

এই সবকিছুর চাইতে বেশি সুন্দর ওই মনটা
তবে ভয় কিসের?
যদি তুলতেই ভেঙে যায়!

তবে কি জানো?
কি?
সবচাইতে অসুন্দর ওই ভয়টা।
কেন?
তাতে চিরতরে হারিয়ে যায় সব ইচ্ছা।