সমুদ্র ছোঁয়ার সাধ আমার আজন্মের
নীল বিষে নীলাভ প্রণয়ে জড়ায় জীবন
তবু কেন যেন নীলাকে ভালো না বেসে
থাকা যায়না,কেন যে পারা হয় না, বুঝি না!
সমুদ্র ভেজার সাধ আমার আজন্মের
পৃথিবীর সীমানা ছায়া ফেলে ঐ দূরদিগন্তে
বিশাল জলরাশিতে নীলাকাশের মায়াবী ছায়া,
ভালো না বেসে কিভাবে থাকা যায়,পারি না তো!
সমুদ্র স্নানের সাধ আমার আজন্মের
সাঁতার না জেনেই সাঁতার কাটা জীবন সাগরে,
বেঁচে থাকার গান গেয়ে সময় হেসেছে সমুদ্র হয়ে
দুচোখে তাই সমুদ্রপ্রেম মেখে হেসেছি কেবল!
সমুদ্র ছুঁয়েছে আমায়,ভিজিয়ে ঢেউয়ের মায়ায়
জন্মান্তরের সাধ মিটিয়ে মুহূর্ত ছোঁয়া স্পর্শে,
আনন্দাশ্রু মেশে অতলান্ত লোনা জলের স্বাদে
এক জনম তো এমন ভালোবাসায় যথেষ্ট নয়!