আসমানে মেঘ জমিয়েছ বেশ
কালে কালে ধীরে
নানা কলেবরে,
তীব্র ব্যথায় তাই ক্ষোভের অনল
রৌদ্রের সাথে
মিশে ঝরে পড়ে।
শকুনের হানা দেখি সুনীল আকাশে,
ব্যাভিচারী দাগে
গেছে ছেয়ে,
নানা অপাঘাতে অবিনয়ী ক্ষতে
শান্তিটা পুরো
গেছে লুঠ হয়ে।
কালো মেঘ ঘেঁষে, বিষাকত হাওয়ার
হয়েছে যতনে চাষ,
ঝড়টা না হয় বেসামাল হয়ে
উঠুক এবার,
না হয় হোক
নিলজ্জ বসনে, ক্ষুব্ধতা ছিঁড়ে
বিভৎস কিছু অভিলাষ।
জানো তুমি বেশ, আছে এর রেশ,
উঠতেই পারে
সহসা হঠাৎ,
কালঘুমে রেখে, নষ্ট দৌড় ঝাঁপে
পাগলা ছোবলে
বিষাক্ত প্রান্তরে অবশেষে
সুনামি প্রপাত।