মাঝে মাঝে স্বপ্ন এবং ইচ্ছেগুলো এমন ভাবে ভাবিয়ে তোলে!
হারিয়ে যাওয়া দিনগুলো তো আর ফিরে আসবেনা!
তবে কেন এমন স্বপ্ন দেখি –
তুমি আমি দুজন গোধূলি বেলায় হাঁটছি সমুদ্রের তীরে!
সমুদ্রের নীলাভ রংয়ের আলতো ছোঁয়ায় রোমাঞ্চিত আমি!
তুমি নিশ্চুপ নির্লিপ্ত উদাসীন
পাথরে আঁকা ছবির মতই নিঃশব্দে চলেছ!
সেদিন কি আমি ভেবেছি
তুমি আর আগের তুমি নেই!
অন্যকারো সাথে মন বেঁধেছ!
আমি নেই তোমার হৃদয়ে!
অথচ এই তুমিই আমি বিহীন
অন্ধ লোকের দৃষ্টিহীন এক মানুষ
যে কেবল আমাকে ঘিরেই স্বপ্ন গড়ে! ভালবাসার পাহাড় গড়ে!
জোসনার আলোকময় রাত্রিতে
আমাকে ভেবে ভেবেই কেটে যায় সময় তার!
আমি বিহীনা তুমি নিশ্চল নিস্তব্ধ অন্ধকার রাত্রি।
আচ্ছা বলতে পারো কেন কখন আমরা বদলে যাই!
কেনই বা আমাদের হৃদয়ে অন্য কারো উপস্থিতি আরেকজনের
বেদনা জাগায়!
নাহ আমার এ প্রশ্নের জবাব শতকোটি বছর আগে বা পরে
কখনো কেউ দিতে পারেনি, আজও পারবে না!
কেবল প্রতিধ্বনির পর প্রতিধ্বনি তুলে সমুদ্রের গর্জনের মতই হারিয়ে যাবে!
আর আমি অবাক বিস্ময়ে স্বপ্নের প্রহর গুনে যাবো!
কখনো আমার বেদনাভরা গণনার পরিসমাপ্তি হবেনা!