জানো জীবনানন্দ?
তোমার জন্য আমি আর কবিতা লিখি না
এখন তুমি আর আমাকে ভাবাতেই পারো না,
কেমন যেন অন্য রকম হয়ে গেছ
পাল্টে যাওয়া অচেনা পথিকের মত ।
অভিমানের পাহাড় হয়েছে ভারী
তাই মন আজ তোমার সাথে করেছে আড়ি।
আমি অশ্রু জলে ভিজিয়েছি মনের আকাশ
নীল কষ্টে বারংবার,
তবুও তুমি ভুলে যাওয়া পথ ধরে
কেন ফিরে আসো?
ফাঁকফোকর পেলেই উঁকি মার মনের আঙিনায় ।
আমি উদাস হয়ে শূন্য আকাশে দৃষ্টি ফেলি
তারাদের সাথে দুঃখ সুখের কথা বলি,
ফুটফুটে জোছনার আলো ছড়িয়ে যায় আলো
মনের ক্যানভাসে স্মৃতিরা হয় জড়ো।
ভুলের উপর অভিমান জাগে আরো
কেবল নিজের মতো হারিয়ে যাই দূরে ,
নিজেকে সাজাই আপন পৃথিবীতে
সেই দিনের সেই স্বর্ণালি স্মৃতির অন্তরালে ।।