অপরাধী মনে হতে পারে
আমাকে,একদম আগাগোড়া
কারণ,হয়তো অপ্রাপ্তির পাহাড় গড়েছি
বিশাল উচ্চতায়,
তোমার সামনে, দিনে দিনে।
লৌকিক সাদামাটা প্রেম
ঐচ্ছিক বা অনৈচ্ছিক ভাষায়
মুখরোচক রূপকথার মত, অতৃপ্তিতে
নিদারুণ আহত হয়েছে বারবার।
উদাসীন উদারতা, কবির কল্পনার মত
তোমার প্রত্যাশার মিনার
নিসংকোচে ভেঙ্গেছে খান খান।
হয়তো অযোগ্যতা অনেক
অপারগতা, অক্ষমতা আর
ব্যর্থতা অনেক।
তবুও বেশ কিছু ভালো সময়তো
কেটেছে তোমার সনে।
পরম সান্নিধ্যে, আষ্টেপিষ্টে
বেঁধে রেখেছিলে আমায়,
উপঢৌকনে মুড়িয়ে,
উন্মোচিত করার অবারিত অপেক্ষায়।
তৃপ্তির উপলদ্ধির অনুভবে,
জীবনপ্রাপ্তির সেরা এ সময়ে
কারনে বা অকারনে উদ্বেলিত হয়েছি
বারবার, আনন্দের আহ্লাদে
হয়েছি অভিভূত
ভালো লাগায়, ভালো থাকার
সেই ঐশ্বরিক প্রত্যাশায় ।
তবুও অসীম সাহসে, অভিলাষ অবশেষে
প্রাপ্তি -অপ্রাপ্তি আর অবিচারের
বিচারের প্রীতি কাঠগড়ায়,
কষ্টের নীল সমুদ্র পেরিয়ে
চোখের কোণায় জমে থাকা
নোনাজল মুছে,
কষ্টের উল্টোপিঠে, কেবল
হাসিটুকু থাক আমাদের হয়ে।