আমরা পাঁচটি ফুল
পাঁচজন বন্ধু
একদা পঞ্চপাণ্ডব হয়েছিলাম!
ডাকবাক্সে রোজ চিঠি আসতো,
রোজ রানার ছুটেছে,
‘রানার’ কবিতার মতো,
বন্ধু বাবু ছিলো বাহক
পাঁচটি ফুলের একটি ফুল
কষ্টে নিমজ্জিত, বন্ধু রয়া
নিদারুণ কষ্টে আছে।
ওর কষ্ট নিজের বুকে ধারণ করেছি,
কষ্টগুলো মেঘের মতো
ভাসিয়ে দিতে পারতাম!
কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে যাক
আহ্বান বৃষ্টিকে
প্লিজ,
আমাদের বন্ধুর কষ্ট নিয়ে যাও!